Crime News tv 24
ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলনে ড: শফিকুর রহমান এর আগমন উপলক্ষে বিরলে স্বাগত মিছিল

আবুল কালাম আজাদ, বিরল(দিনাজপুর)
জানুয়ারি ১৮, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে আগামী ২৫ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা’র আয়োজনে কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি, হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান। কর্মীসভাকে কেন্দ্র করে জেলা ব্যাপী চলছে ব্যাপক প্রস্তুতি।
কর্মী সম্মেলন সফল করার লক্ষে ও আমীরে জামায়াতের আগমনকে স্বাগত জানিয়ে বিরল উপজেলা জামায়াতে ইসলামী স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃত্বে একটি বিশাল স্বাগত মিছিল বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে বকুল তোলা মোড়ে জড়ো হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা (উত্তর) এর নায়েবে আমীর ও বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ (অবঃ) মাওলানা এ কে এম আফজালুল আনাম।
উপজেলা জামায়াতের আমীর হাফেজ মো: আব্দুর রশীদ, সেক্রেটারী আজমীর হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।