Crime News tv 24
ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ,ঈদগাঁওঃ
জানুয়ারি ১৯, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার ১৯ জানুয়ারী সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের অধীনে সদর বিটের জুমনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দৈনিক কক্সবাজার সংবাদ কে অভিযানের সত্যতা নিশ্চিত করেন অভিযান পরিচালনা কারী ফুলছড়ি ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী।

জানা যায়, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের নির্দেশে ফুলছড়ি বিট কর্মকর্তা, রে‌ঞ্জের ফ‌রেস্টারগণ ও স্টাফগণ অ‌ভিযা‌ন চালিয়ে জুমনগর এলাকায় একটি পলিথিনের বাড়ী ও একটি মাটির বাড়ী উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে দখলমুক্ত করা হয়েছে।

জবরদখল করে অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মান করে আসছিল।খবর পেয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে বনভুমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে দখলমুক্ত করা হয়েছে।এ বিষ‌য়ে আই‌নি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দৈনিক কক্সবাজার সংবাদকে জানিয়েছেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী।