Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের বালাগঞ্জে বাল্য বিয়ে বরের গাড়ি আটক হয়নি কোন আপ্যায়ন

বিলাল উদ্দিন, সিলেট
জানুয়ারি ২০, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কারচারপার গ্রামের স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা কে কেন্দ্র করে লংকা কান্ড ঘটনা ঘটেছে। ১৯ জানুয়ারী ২০২৫ইং বিয়ে দিন ধার্য্য ছিলো। আয়োজনও চলছিলো, কাজীও উপস্থিত ছিলেন। এমন সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মীদের হস্তক্ষেপে বর ও তার লোকজনে কে রাস্তা থেকে ফিরিয়ে দেয়া হয়। কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমি আক্তার ছামি। পিতা মিাঃ লিয়াকত আলী, মাতাঃ জোসনা বেগম, গ্রামঃ খাসজান, দেওকলস, বিশ্বনাথ। বর্তমান ঠিকানাঃ নানার বাড়ী করনচারপাড়, নানা নজির মিয়া। সুমি আক্তার ছামি বিয়ে ঠিক করা হয় চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের কালেঙ্গা গ্রামের দেলোয়ার হোসেন এর পুত্র আরিয়ান আহমদ এর সাথে। সুমি আক্তার ছামি’র জন্ম ১/১১/২০১০ইং। বাল্য বিয়ের আয়োজনের বিষয়টি বালাগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মীরা অবগত হলে এ বিয়ে বন্ধে হস্তক্ষেপে গ্রহন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ্র ও বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম এর নিদের্শে বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করা এনজিও নিরাপদ এর সভাপতি সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন স্থানীয় ইউপি সদস্য আব্দুস শহিদ দুলাল কে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। বর আসার অপেক্ষায় কনে বাড়ীর লোকজন, স্থানীয় সহকারী কাজীও উপস্থিত। উভয় পক্ষের অভিভাবক, উভয় পক্ষের ইউপি সদস্য, সহ উপস্থিত স্থানীয় লোকজন নিয়ে সিন্ধান্ত হয় যে বিয়ের সব আয়োজন বন্ধ থাকবে, বর পক্ষের লোকজন কনের বাড়ীতে উঠবে না, আপ্যায়ন হবে না, ফেরত চলে যাবে। স্থানীয় লোকজনের কথা মতো বর সহ বর পক্ষের লোকজন রাস্তা থেকেই চলে যায়। কয়েক ঘন্টা পর জানা যায় যে, বর পক্ষে লোকজন পুনরায় কনের বাড়ী এসে আপ্যায়ন করছে। বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এ ঘটনায় স্থানীয়া রাতে রাধাকুনা এলাকায় বরের গাড়ী আটকে রেখে থানায় খবর দিয়ে পুলিশ পুনরায় ঘটনা স্থলে পৌচ্ছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ জানান বাল্য বিয়ের সংবাদ শুনে আমি লোক পাঠাই, বিয়ে বন্ধের সিন্ধান্ত হয়। বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম জানান ঢাকায় অবস্থানকালে এলাকায় বাল্য বিয়ের সংবাদ পেয়ে প্রশাসন সহ সংলিষ্টদের কে অবগত করি, বিকালে বিয়ে বন্ধ হলেও রাতে পুনরায় বিয়ের আয়োজনে পুনরায় পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান ঘটনাস্থলে পুলিশ প্রেরন করেছি। এখনও পর্যন্ত তারা ঘটনাস্থলে রয়েছে।