গাজীপুরের শ্রীপুরে ২০ জানুয়ারি সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস্ লিমিটেড নামে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এ ঘটনা কারখানার ১২ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা যায়।
কারখানার আহত শ্রমিকরা হলেন, সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াছিন আলী ও শাহ্জাহান। তাদের মধ্যে সুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইয়াছিন আলী নামের অপর এক শ্রমিকের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নিয়ে গেছেন।
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে স্থাপন করা বয়লারের চালকরা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেন। এসময় সেটি পানি নিচ্ছে কি না তারা খেয়াল করেননি। পানি না পাওয়ায় বয়লার হিট হয়ে স্ট্রিম আউটলাইন ছেড়ে গেলে বিস্ফোরণ হয়।