Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে চাঁদার টাকা না দেওয়ায় দুইজনকে পিটিয়ে জখম।

admin
জানুয়ারি ২০, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠি রাজাপুর ৭ নং পোনাবালিয়া এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় বাচ্চু বেপারী (৬০) ও মৃদুল (২২) নামের দুইজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এসময় আহতদের মারধর করে দোকান ভাঙচুর মোটরসাইকেল, ট্রলার,  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নৌকা মাঝি শ্রমিক ট্রেড ইউনিয়ন পৌরসভা খেয়াঘাট ঝালকাঠি দোকান থেকে এক লক্ষ সতের হাজার টাকা ও বাচ্চু ব্যাপারির পকেটে থাকার নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যা সাতটা ও রবিবার সকাল সাড়ে দশটায় দুই দফা এই হামলার ঘটনা ঘটে।আহত বাচ্চু বেপারী  পোনাবালিয়া এলাকার মৃত হোসেন আলী বেপারীর ছেলে।ও রশিদ মিয়ার ছেলে মৃদুল।এ ঘটনায় গুরুত্বর আহত বাচ্চু বেপারী বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত বাচ্চু বেপারি  জানায় বিভিন্ন সময় বিএনপির সমর্থিত আনোয়ার ও সোহাগ ঝালকাঠি পৌরসভা খেয়াঘাটের ইজারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এতে ব্যর্থ হলে আনোয়ার ও সোহাগ, বাচ্চু ব্যাপারীর কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে না হয় খেলার ইজারা তাদের কাছে ছেরে দিতে বলে।এতে বাচ্চু বেপারী ও তার সাথে পাটনাররা রাজি না হলে। শনিবার দিন সন্ধ্যায় আনোয়ার, সোহাগ, সুমন,  বাদশা বিশ্বাস, আমিরুল,নাসিরা, হাসান, আরাফাত, পলাশ, আলিম সহ গত ১০ -১৫ দেশীয় অস্রশস্র  নিয়ে বাচ্চু ব্যাপারি কে হুমকি ধামকি দেয় ও চড় থাপ্পড় দেয়।

পরবর্তীতে রবিবার দিন সকাল সাড়ে দশটায় পুনরায় সেই সন্ত্রাসী গ্রুপ তাদের গদিতে এসে হামলা চালায় মারধর ও লুটপাত করে।এ সময় একটি ট্রলার, একটি হোন্ডা ক্যাশ এ থাকা এক লক্ষ সতের হাজার টাকা, মোবাইল সেট, বাচ্চু ব্যাপারীর  পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।