সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় আজ থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ।
সোমবার(২০ জানুয়ারি)আজ থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে।
উপজেলায় ৯ টি ইউনিয়নে একযোগে তথ্য সংগ্রহের কাজ পরিচালনার জন্য ২২জন সুপারভাইজার ও ১০৫ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে।
যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং বিগত হালনাগাদে ভোটারযোগ্য যারা বাদ পড়েছেন বা অন্য যে কোন কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তথ্যসংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন। এ সময় মৃত ভোটারদের ভোটার তালিকা হতে বাদ দেয়ার জন্য তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের এ কার্যক্রম আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। তথ্য সংগ্রহ শেষে ভোটারযোগ্য ব্যক্তিদের নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণ) কার্যক্রম প্রতিটি ইউনিয়নে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে ১৪ ফেব্রুয়ারি হতে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
সোমবার বিকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন রেজিষ্ট্রেশন অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
তিনি বলেন, তথ্য সংগ্রহকারীরা যাতে প্রতিটি বাড়ি বাড়ি যায়, যথাযথভাবে তথ্যাদি যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করে এজন্য তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। নতুন অন্তর্ভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, পাবলিক পরীক্ষার সনদ (যদি থাকে), পরিবারের সদস্যদের এনআইডি ও ইউটিলিটি বিল প্রমাণক হিসেবে গ্রহণ করা হবে। মৃত ব্যক্তির তথ্য পাওয়া গেলে তাকে তালিকা থেকে কর্তনের জন্য ফরম-১২ পূরণ করতে হবে। এক্ষেত্রে মৃত্যু সনদ বা ডাক্তারের সনদ বা চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলরের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। জনসচেতনতা ও ভোটার হতে আগ্রহ তৈরির জন্য ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে মাইকিং করা হয়েছে।
হালনাগাদ কার্যক্রম শেষে সংগৃহীত তথ্যের আলোকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এর আগে ১৫ জানুয়ারী দিনব্যাপী তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।