টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন বিপ্রবাড়ী এলাকায় আদালতের মামলা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখল ও মারপিটের অভিযোগ উঠেছে।
জানা যায়,উপজেলার বিপ্রবাড়ী এলাকায় মৃত মোনছের আলীর ছেলে জামাল উদ্দিনের জমি একই উপজেলার বিত্তিবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম গং জোর পূর্বক জমি দখলের চেষ্টা করছেন। এ জমির বিষয়ে জামাল উদ্দিন বাদী হয়ে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন। আজ সোমবার সেই মামলার তারিখ অনুযায়ী জামাল উদ্দিন গং টাঙ্গাইল কোর্টে গেলে এ সুযোগে বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে বিবাদী শফিকুল গং সন্ত্রাসী বাহিনী নিয়ে জোর পুর্বক ঘর উঠাতে আসে। বাদীপক্ষ বাধা দিলে বিবাদীগন জামাল উদ্দিনের মেয়ে জায়েদা বেগম( ৪০)এবং তার বোন আকলিমা বেগম (৩৫) কে এলোপাতাড়ি ভাবে মারপিট করে জখম করে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থেকেও আতংকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এছাড়াও ভুক্তভোগীর নাতী বউকে টেনে হেঁচড়ে বিবস্ত্র করে ফেলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এবিষয়ে অসহায় পরিবারটি উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।