Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে

২১ জানুয়ারী মঙ্গলবার সকালে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রায় ৫শতাধিক অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আক্তারুজ্জামানের সভাপতিত্বে, ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর শাখার যুগ্ম সম্পাদক এ্যাড. মো: লাবিব উদ্দিন সিদ্দিকী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন কায়সার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্টপি কষ্ট, গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মো: আব্দুল করিম মিয়া, গাজীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান, গাজীপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: রফিজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও প্রধান আলোচক অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।