ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর ব্লকের শস্য বিন্যাস ভিত্তিক তেল জাতীয় মাঠ ফসল প্রদর্শনীর বারি সরিষা-১৪ চাষ করে তরুণ উদ্যোক্তাদের নজর কেড়েছে মোঃ রেজাউল করিম।
জানা গেছে ঝালকাঠি সদর উপজেলার কৃষি উপসহকারী কর্মকর্তা ফাইজুল ইসলামের কাছে পরামর্শ নিয়ে এবার ১ একর জমিতে বারি সরিষা-১৪ চাষ করেন।
সরে জমিনে গিয়ে দেখা যায় ১-একর জমিতে হলুদ ফুলের সমারোহে ফলে ভরা গাছ। বাতাসে দুলছে যেন কৃষক ও তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন।
বারি সরিষা-১৪ চাষী মোঃ রেজাউল করিম গণমাধ্যম কর্মীদের জানান ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর ব্লকের উপসহকারী কর্মকর্তা ফাইজুল ইসলামের পরামর্শে বারি সরিষা-১৪ চাষ করেন। এতে অল্প খরচে লাভ বেশি তাছাড়াও দেশের তেল জাতীয় ফসলের চাহিদা পূর্ণ করে।
তিনি আরো বলেন এবার ১-একর জমিতে বারি সরিষা-১৪ চাষ করেছি আগামীতে আরো জমিতে সরিষা চাষ করব।
এদিকে ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ জানান তেল জাতীয় ফসল শস্যবিন্যাস ভিত্তিক মাঠ ফসল প্রদর্শনীর বারি সরিষা-১৪ চাচৈর ব্লকের মোঃ রেজাউল করিম মনেম তালুকদার কৃষি কর্মকর্তাদের পরামর্শে এক একর জমিতে চাষ করেন এবং ফসল ভালো হওয়ায় আগামীতে তরুণ উদ্যোক্তারা তেল জাতীয় ফসল চাষে আগ্রহী।
তিনি আরো বলেন সরিষা-১৪ বীজ থেকে যে তেল উৎপন্ন হয় তা স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন। অলিভ ওয়েলের পরেই সরিষা তেলের অবস্থান। সয়াবিন ও সরিষা ভোজ্য তেলের ঘাটতি পূরণ করবে। বারি সরিষা-১৪ চাষে কৃষকদের খরচ কম এবং লাভজনক ফসল।
আশা করছি এবারে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে। আগামীতে এই উপজেলায় সরিষা চাষ ব্যাপক হারে চাষ হবে বলে আমি আশাবাদী।
কৃষকদের এসব তেল প্রক্রিয়াজাত এবং বাজারজাত করার ক্ষেত্রেও কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।