Crime News tv 24
ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জের ইসলামপুর সেতুর পিলারের কাছ থেকে মাটি উত্তোলন

সোহাঈদ খান জিয়া চাঁদপুর জেলা প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জের ইসলামপুর সেতুর পিলারের নিকট হতে মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এতে করে সেতুর পিলার ধ্বসে যেতে পারে। জানাযায়, সেতুর দক্ষিণ পাড়ে সেতুর পিলারের নিকট হতে সলেমান ও ইউসুফ মাটি কেটে উত্তোলন করে। ফলে বৃষ্টির পানি গড়িয়ে ও বর্ষা মৌসুমে পানির স্রোতে পিলারের গোড়ার মাটি ভেঙে যাবে। এতে করে সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। খেয়াঘাট সংলগ্ন দক্ষিণ সেতুর পাশে খেয়াঘাট সড়কের পাশ থেকে মাটি কাটা হচ্ছে। এস্থানে রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। অপর দিকে সেতুর  দক্ষিণ পাড়ে খেয়াঘাট সংলগ্ন একোয়ারের জায়গায় বিভিন্ন ফলের বাগান করা হয়। গতকাল দুপুরে সরজমিন গিয়ে দেখা যায়, সেতুর পিলারে নিকট হতে গভীর ভাবে মাটি কেটে উত্তোলন করা হয়েছে। এতে করে বৃষ্টি হলে ও বর্ষা মৌসুমে পানির স্রোতে মাটি ভেঙে গিয়ে পিলার ধ্বসে যেতে পারে। ঘাটের দক্ষিণ পাশ থেকে উত্তোলনকৃত মাটি ভেঙে রাস্তা ভেঙে যাবে।এভাবে সেতুর পিলার ও সেতু এলাকা থেকে মাটি কাটা হলে বৃষ্টির পানি গড়িয়ে পড়ে ও বর্ষা মৌসুমে ডাকাতিয়া নদীর স্রোতে সেতুর পিলার ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। অপরদিকে সেতু এলাকায় সেতুর অ্যাকোয়ারকৃত জায়গা দখল করা হচ্ছে। অ্যাকোয়ারের জায়গায় লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফলের গাছ।এব্যাপারে স্থানীয় সচেতন ক ব্যক্তি বলেন,নদীর পাড়ে সেতুর পিলারের কাছ থেকে এভাবে মাটি কাটা হলে সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। বর্ষার সময় মাটি কাটার জায়গায় ভরপুর পানি থাকে।
খেয়াঘাটের রাস্তার পাশ থেকে মাটি কাটা হচ্ছে। এভাবে মাটি কাটা হলে রাস্তা ভেঙে পড়ে সেতুর নিকট চলে যাবে। সেতুর অ্যাকোয়ারের জায়গা দখল করে ফলের বাগান করা হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন সচেতন মহল।