ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণ -২০২৫ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে আজ ২২ জানুয়ারি বুূধবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মোঃ হাবেজ আহমেদ। প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ নাহা রোড জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম।
সভাপতিত্ব করেন গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিক উল্লাহ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র স্কুলের সিনিয়র শিক্ষক ও বার্ষিক মিলাদ উদযাপন কমিটির সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন।
আলোচনা শেষে শিক্ষার্থীরা হামদ ও নাত পরিবেশ করেন।সবশেষে মিলাদ পাঠ ও মোনাজাত, পুরষ্কার বিতরণ এবং খাবার বিতরণ করা হয়।