Crime News tv 24
ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর শাপাহারে মজিবরের দোকানে আগুন লেগে ১০ লাখ টাকার মালামাল ক্ষতি

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ বাজারে অগ্নিকান্ডে জৈনক মজিবর রহমান নামে ব্যাক্তির মুদিখানা দোকান ও দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েছে। শুক্রবার জুমা নামাজের সময় সাপাহার উপজেলার আশড়ন্দ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানিয়রা জানান,
শুক্রবার ২৪ শে জানুয়ারী দুপুরে বাজারের প্রায় সকল লোকজন তাদের দোকান পাট বন্ধ করে নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ প্রায় শেষের দিকে কিছু লোকজন বাজারে আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে মসজিদের মাইকেও আগুনের এলান প্রচার করা হয় এবং মসজিদের সকল মুসুল্লিগন এক যোগে আগুন নেভাতে আগাইয়া আসেন। সংবাদ পেয়ে সাপাহার ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী মজিবর রহমান জানান, অগ্নিকান্ডে আমার দোকানের সকল মালামাল ও সাথে সংযুক্ত দুটি গুদাম ঘর পুড়ে অনুমান ১০ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামনুজ্জামান জানান, ফায়ার সার্ভিস পোছার পরই আগুন নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্য কোন দোকানে আগুন ছড়িয়ে পরেনি। তবে দোকানদার মজিবরের প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এবং বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
নওগাঁ #