চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর এলাকার হুজরাপুরে শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় জেলা শহরের হুজরাপুর মোড়স্থ শ্রী কালী মন্দির সংলগ্নে মহানন্দা দারিদ্র বিমোচন সংস্থার সম্মেলন কক্ষে শীতার্ত, দারিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরী ও শ্রী শুব্রত সাহা, সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চৌধুরী ও অমিত সাহা গৌরাঙ্গ, সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক শ্রী রুদ্র সাহা, সাধারণ সদস্য চিরঞ্জিত, গৌউর, সনঞ্জিত, আওয়ালসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এই সময় বক্তব্য রাখেন সংস্থাটির সভাপতি শ্রী জিতোন চৌধুরী। তিনি বলেন, আমরা আজ ১০০ টি কম্বল বিতরণ করেছি।