Crime News tv 24
ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে গজারিয়াতে মহাসড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধ্বাক্কায় নারী নিহত ।

admin
জানুয়ারি ২৬, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নারী  নিহত হয়েছে।

নিহত  রুবিনা বেগম (৩৫)  সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের ফয়েজ আহমেদের স্ত্রী বলে জানা গেছে। তিনি সপরিবারে বাউশিয়া শান্তিনগর এলাকায় ভাড়া থেকে আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রিতে রাধুনী হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, রোববার (২৬ জানুয়ারি) সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রুবিনা বেগম। এসময় ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) এস.এম. রাশেদুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ এবং ঘাতক মাইক্রোবাসটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক মাইক্রোবাসটির চালক ওমর ফারুককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।