Crime News tv 24
ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় যুবদলের কমিটি বাতিলের দাবি

admin
জানুয়ারি ২৯, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি:-

গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকরেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এর পর তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মহাসিন শেখ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়া।

পদবঞ্চিত নেতা মহাসিন শেখ বলেন, গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতারা কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এর ১১ দিন পর রাতের আঁধারে ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে বসে মো. হানিফ মিয়াকে সভাপতি ও সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে চিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর

পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

মহাসিন জানান, তিনি ২০০৯ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলে যোগ দেন। পরবর্তী সময়ে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক, সহসভাপতি এবং হিরণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। হিরণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সব সদস্য তাঁকে হিরণ ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে প্রার্থী করেন। কিন্তু সংশ্লিষ্ট নেতারা আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী লীগ পরিবারের একজন ব্যবসায়ীকে যুবদলের সভাপতি করেছেন। যাঁকে সভাপতি করা হয়েছে, তিনি কোনো দিন জাতীয়তাবাদী দলের কর্মীও ছিলেন না। ঘোষিত কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, হিরণ ইউনিয়ন যুবদল যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা সাংগঠনিকভাবেই গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের কোনো সুযোগ নেই।