Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শেষ হচ্ছে শাকিব-বুবলীর ‘লিডার, আমিই বাংলাদেশ’

নাইস মর্নিং বিনোদন ডেস্ক
আগস্ট ১০, ২০২১ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গত ২৫ মে রাজধানীর উত্তরায় করোনাকালেও বেশ আয়োজন করেই শুরু হয়েছিল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ নামের একটি বাণিজ্যিক ছবির শুটিং। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করছেন তপু খান।

করোনার লকডাউনের কারণে এটির শুটিং কয়েকবার বন্ধ হয়। তবে করোনার সংক্রমণের শঙ্কা থাকলেও ১১ আগস্ট থেকে এটির শেষ পর্যায়ের শুটিং শুরু হয়েছে।

ছবিটিতে অভিনয় প্রসঙ্গে শাকিব খান বলেন, বেশ ভালো গল্পের ছবি এটি। আমি উৎসাহ নিয়েই এটির শুটিং করেছি। আমার বিশ্বাস এটি দর্শকের কাছে উপভোগ্য হবে।

বুবলী বলেন, আমি বরাবরই চরিত্রকে প্রাধান্য দিয়ে ছবিতে অভিনয় করছি। এ ছবিটিও তেমনই। আমার চরিত্রের মাধ্যমে ভিন্নরূপে দর্শকের সামনে আসব।

ছবিটির পরিচালক তপু খানও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, করোনার মধ্যেও যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি অনুসরণ করেই শুটিং করছি। শাকিব খান, বুবলীসহ সব অভিনয়শিল্পীই আন্তরিকতা নিয়ে এতে অভিনয় করেছেন। আশা করছি দর্শককে একটি সুন্দর ছবি উপহার দিতে পারব।

প্রযোজনা সূত্রে জানা গেছে, এটির শুটিং শেষে কারিগরি অংশের কাজও দ্রুতই সম্পন্ন করে সেন্সরে জমা দেয়া হবে।

(jugantor)