টাঙ্গাইলের মধুপুরের ঐতিহ্যবাহী মধুপুর ক্লাবের সম্মানিত সদস্য আফছার উদ্দিনের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী তিনি মৃত্যুবরণ করায় তার রুহের মাগফেরাত ও সমবেদনা জানাতে মধুপুর ক্লাবের পক্ষ থেকে এ শোকসভার আয়োজন করা হয়। শনিবার (১ ফেব্রয়ারী) রাতে মধুপুর ক্লাবের হল রুমে অনুষ্ঠিত এ শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি মো. আরফান আলী, সহসভাপতি শ্রী আখিমল চৌধুরী, কোষাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিক, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ। শোক সভায় মধুপুর ক্রাবের অন্যান্য নেতৃবৃন্দ সহ সকল সদস্য গন উপস্থিত ছিলেন।
শোক সভার আলোচনা ও দোয়া মাহফিল শেষে ক্লাবের পক্ষ থেকে মরহুম আফছার উদ্দিনের স্ত্রীর নিকট পঞ্চাশ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।