গাজীপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ফজলুল হক মিলনকে আহ্বায়ক এবং শাহ্ রিয়াজুল হান্নান ও চৌধুরী ইশরাক সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটি গঠন নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ এবং আশাবাদ তৈরি হয়েছে। দলীয় কার্যক্রমে এই নতুন নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপি আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন নেতারা।
বিএনপি সূত্রে জানা যায়, ফজলুল হক মিলন এবং তার দুই যুগ্ম আহ্বায়ক দলের প্রতি তাদের অবদান এবং অভিজ্ঞতার মাধ্যমে গাজীপুরের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে বদ্ধপরিকর।
গাজীপুরের রাজনীতির গতিশীলতার জন্য নতুন কমিটি দায়িত্ব পালন করতে দ্রুততার সাথে মাঠে নামবে বলে দলীয় সূত্র জানায়।