হৃদয়ে পতাকা ২ মার্চ এর কেন্দ্রীয় সভাপতি সাহানা সুলতানা ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসার নেতৃত্বে বিকাল ৩ টায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেন। সেখানে তারা রাষ্ট্রীয়ভাবে ২ মার্চ গেজেট আকারে প্রকাশ করে পালন করার আহ্বান জানান এবং পাঠ্যপুস্তকে পতাকা উত্তোলনের ইতিহাস তুলে ধরার জন্য অনুরোধ করেন। এদিকে বিকেলে হৃদয়ে পতাকা ২ মার্চ এ প্রধান উপদেষ্টা এস এম শামসুল আলম নিক্সন, সভাপতি সাহানা সুলতানা ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য ড. নিয়াজ আহমেদ এর কাছে স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিতে আগামী ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত পতাকা উত্তোলনের অনুষ্ঠানে পতাকা উত্তোলক মহান স্বাধীনতার অন্যতম সংগঠক আ স ম আবদুর রবকে আমন্ত্রণ জানানোর দাবি করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তাদের দাবির প্রতি একমত পোষন করে বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারনী মহলে আমি বিষয়টি তুলবো। তারা যদি একমত হন তাহলে অবশ্যই আপনাদের দাবির প্রতি শ্রদ্ধা করা হবে। এসময় হৃদয়ে পতাকা ২ মার্চ এর নেতা মোঃ মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।