গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নিবাসী বারবার নির্বাচিত,০৮ নম্বর ওয়ার্ডের মেম্বার, সিরাজ,খুলনা চিকিৎসারত অবস্থায়,ইন্তেকাল করেছে, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।জানা যায়, সিরাজ মেম্বার ০৫ বার, খুব সুনামের শহীদ মেম্বার, রত অবস্থা দায়িত্ব পালন করেছেন, তার মৃত্যুতে, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, সে মৃত্যু কালে দুই কন্যা, এক স্ত্রী, সহ অসংখ্য আত্মীয়-স্বজন, রেখে গেছে।
আজ জহরবাদ পাথালিয়া মাদ্রাসা প্রাঙ্গণ তার জানাজার নামাজ সম্পন্ন হবে।