আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মানুষের জীবনে সুসময় ও দুঃসময় দুটোই থাকে। দুঃসময়ের স্মৃতি কেন মনে করবেন, সুসময়ের স্মৃতিগুলোই মনে করুন এবং ভালো থাকুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
মানুষ ফুল দেখে মুগ্ধ হয়, কিন্তু পাতার সৌন্দর্যও কি কম? সবুজ পাতার কাঁচা গন্ধ মনকে উতলা করে দেয়। আমি যখন চা–বাগানে যাই, পাতার গন্ধে বিভোর হয়ে থাকি। সুস্থ হয়ে যায় মন। আপনিও প্রকৃতির কাছাকাছি থাকুন। ভালো থাকবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ইতিহাসের সত্যকে খুঁজুন। এই সত্যকে পেলেই আপনার জীবন থাকবে সঠিক পথে। শুভ হোক আপনার।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
এ সপ্তাহে কোনো উদ্ভট কল্পনা করবেন না। এমন কল্পনা করুন, যা বাস্তবায়ন করা যায়। দিনগুলো আপনার শুভই রয়েছে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সাঁতার কেটে নদীর ওপারে পৌঁছানোর যে আনন্দ আছে, সে আনন্দ এ সপ্তাহে আপনি পাবেন। শুভ কামনা রইল।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা। একদল আছে যারা গান শোনে, কিন্তু তেমন উপভোগ করে না। গান উপভোগ করতে পারলে সেটা আপনার দারুণ কাজে আসবে। ভালো ভালো গান শুনুন এবং মনটাকে সুস্থ রাখুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
এ সপ্তাহে তুলার সামনে কিছু কঠিন বিচার-বিবেচনার কাজ আসবে৷ নিজের ক্ষমতার ওপর আস্থা রাখুন এবং সামনে এগিয়ে যান।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে আপনি জিতে যাবেন। কাজেই সে অনুযায়ী অগ্রসর হোন। আপনি নিশ্চয়ই জিতবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
মানুষের চিন্তাটাই সব। এই চিন্তা দ্বারা মানুষ দুঃসময়কে অতিক্রম করে যেতে পারে। কথাগুলো মন দিয়ে ভাবুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
সব সময় আপনজন দ্বারা পরিবেষ্টিত থাকুন। আপনজন আপনাকে নির্ভুল জায়গায় পৌঁছে দেবে। এটা একটা শুভ বার্তা।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
যেকোনো অবস্থায় আনন্দে থাকার চেষ্টা করুন। আনন্দই হচ্ছে সামনে চলার শক্তি। আনন্দ থাকুক আপনার জীবনে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
কে কী পেল সেদিকে তাকিয়ে দেখবেন না। আপনি নিজের উন্নতির দিকে তাকান। আপনার সাফল্য আসবেই। আমি আপনার সাফল্য কামনা করি।
(প্রথম আলো)