নিরব স্কুুলপ্রাঙ্গন প্রাণ ফিরে পেয়েছে শিক্ষার্থীদের পদচারণায়। দীর্ঘ দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি আনন্দিত শিক্ষকরাও। প্রিয় ছেলে-মেয়েদের বরণ করে নিয়েছে বাট্টা ভাট পাড়া এসসি উচ্চবিদ্যালয়। তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্যানিটাইজার, শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পথে শারীরিক দূরত্ব নিশ্চিতে দেওয়া হয়েছে চিহ্ন।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাট্টা ভাট পাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ পঞ্চম, ষষ্ঠ, দশম শ্রেণির ক্লাস চলবে। আমরা সরকারী নির্দেশনা মেনে চলার চেষ্টা করছি। তার সঙ্গে বাড়তি সতর্কতা অবলম্বন করছি যাতে কোন শিক্ষার্থী কোন ধরনের সংক্রমন না হয়।
স্কুল খোলায় খুশি হলেও একসাথে বসতে না পেরে কিছুটা মন খারাপ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আগে তারা প্রতিদিন একই বেঞ্চে কয়েকজন বসতে পারতো। কিন্তু এবার সবাইকে আলাদা আলাদা বসতে হচ্ছে, তাই তার খারাপ লাগছে। এমনকি পারছে না টিফিন শেয়ার করতে।
ক্লাসের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।