খাগড়াছড়িতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা কমরেড জাহেদ আহমেদ টুটুলের মৃতদেহ উদ্ধার হয়েছে।
রোববার সকালে মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে ৬০ বছর বয়সী এই নেতার পরিচিতজনরা তার মৃতদেহ শনাক্ত করেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ এতথ্য নিশ্চিত করেছেন।
কমরেড টুটুলের ঘনিষ্ঠজন এবং ব্যবসায়ী-সমাজকর্মী পলাশ চৌধুরী জানান, শনিবার দিনের বেলা জাহেদ আহমেদ টুটুল তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। সন্ধ্যার দিকে নিজের মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙার উদ্দেশে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা চারদিকে খোঁজ করতে থাকেন।
তিনি জানান, রোববার সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়।
কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় কৃষিজীবী এবং কমরেড শুভ্রাংশু চক্রবর্তীর নেতৃত্বাধীন বাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। তার একটি মেয়ে রয়েছে। বছর দশেক আগে স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়।