Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তরুণ সমাজকে মাদক ছেড়ে ক্রীড়াঙ্গনে মনোনিবেশ করতে হবে। চুলকাঠি প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে : কৃষিবিদ শামীমুর রহমান

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ইয়ুথ সোসাইটির উদ্যোগে চুলকাঠি প্রিমিয়ার লীগ (সিপিএল) এর ৫ম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুলকাঠি ইয়ুথ সোসাইটির সভাপতি জাকারিয়া শাওনের সভাপতিত্বে চুলকাঠি প্রিমিয়ার লীগ-২০২৫ সিজন-৫ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির, চুলকাঠ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হানিফ শিকদার, ইন্সপেক্টর আলী আকবর, চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান।

শেখ মিরানুজ্জামান ও ভাবনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুসাইন সাঈদী, চুলকাঠি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শওকত হোসেন, চুলকাঠি কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আজাহার আলী, চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও ক্রীড়ামুদি দর্শক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধক কৃষিবিদ শামীমুর রহমান বলেন, বর্তমান তরুণ সমাজকে মাদকের আসক্তি থেকে বের হয়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আজকের তরুণরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তাই তরুণ সমাজকে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং ক্রীড়াঙ্গনে অবদান রাখতে হবে। এমন মহতি উদ্যোগ গ্রহণের জন্য চুলকাঠি ইয়ুথ সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, খুনি হাসিনা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমরা এই কলঙ্কজনক ইতিহাসকে চিরদিনের জন্য কবর দিতে চাই। আমরা ছাত্র, তরুণ ও যুবকদের জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই।