দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে। জাতীয় গ্রিডে চাপ থাকায় বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সোমবার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি।
আজ (সোমবার) গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি চিফ ইনফরমেশন অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানিয়েছেন, আগামী বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই নির্দেশ কার্যকর হবে।