ভারতের সাদা বলের ক্রিকেটে আগামী মাস দুয়েকের মধ্যে এক বড় পরিবর্তন আসতে যাচ্ছে । আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি।
তার পরিবর্তে টিম ইন্ডিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেবেন রোহিত শর্মা। এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া (টিওআই)।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক সূত্রের বরাতে টিওআই জানায়, কোহলি নেতৃত্বের ভাগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সতীর্থ ৩৪ বছর বয়সী রোহিতকে।
ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ব্যাপারে রোহিত ও টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের সঙ্গে কোহলি দীর্ঘসময় আলোচনা করেছেন জানিয়েছে ওই সূত্র। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর সেই আলোচনার পালে আরও জোর হাওয়া দেয়।
কোহলির নেতৃত্ব ভাগ করার পেছনে রয়েছেন আরও এক কারণ— পিতৃত্ব। সন্তানের জন্ম হওয়ার পর নতুন দায়িত্বও সামলাতে হচ্ছে তাকে।
বর্তমানে ভারতের তিন ফরম্যাটের ক্রিকেটের নেতৃত্বে আছেন কোহলি। ভারতের সবচেয়ে সফল অধিনায়কদেরও একজন তিনি। ৩২ বছর বয়সী তারকা এখন ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে চান এবং অধিনায়কত্ব করতে চান টেস্টে।