খুলনা মগানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা সভাপতি ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ ২৪ ফ্রেবুয়ারি সোমবার জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে মহানগর বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।এতে ৫০৫ কাউন্সিলেরর ভোট প্রদান করে নেতা নির্বাচন করেন।বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।সুত্রে জানা যায়,, খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে প্রার্থী হয়েছিলেন ১২ জন। মহানগর বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির এবং দৌলতপুর থানা বিএনপির সদস্য সাহাজী কামাল টিপু প্রার্থী ছিলেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন তিনজন। তাঁরা হলেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।