মা হওয়ার কয়েকদিনের মধ্যেই কাজে ফিরেছেন নুসরত জাহান। এবার পার্টিমুডে ধরা দিলেন অভিনেতা। রবিবার রাতে প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তর সঙ্গে পার্টি করতে দেখা গেল নুসরতকে।
পার্টিতে নুসরতের সঙ্গে ছিলেন যশ দাশগুপ্তও। সাদা শর্ট স্কার্ট ও কালো শোল্ডার অফ টপে নুসরতকে দেখা গেল পুরনো ছন্দে।
পার্টির সেই ছবি পোস্ট করে উষসী শুভেচ্ছা জানিয়েছেন নুসরতকে। উষসী লিখেছেন তিনি হলেন বাংলার পাওয়ার ওম্যান।
মা হওয়ার পর সম্প্রতি একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন নুসরত। সেখানেই তাঁকে ঘিরে সমস্ত বিতর্কের উত্তর দেন অভিনেতা।
নুসরতের ছেলে ঈশানের বাবা কে এই প্রশ্নেই সরগরম ছিল নেটদুনিয়া। তাঁর উত্তরে অভিনেতা বলেছেন, ''বাবা জানেন বাবা কে। কোন মহিলাকে এই প্রশ্ন করা মানে তাঁর দিকে কালি ছেটানো।''
যশের সঙ্গেই সম্প্রতি তাঁকে দেখা যায় কলকাতা পুরসভায়। সেখানেই করোনার টিকা নেন তিনি।