Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে অগ্রগামী ও চিন্তা চেতনায় প্রগতিশীল হতে হবে – শিক্ষা উপদেষ্টা

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে অগ্রগামী ও চিন্তা চেতনায় প্রগতিশীল হতে হবে। সততা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ, শরীর মনে সুস্থ এবং কর্মে উদ্যমী মানুষ হতে হবে। গতকাল ২৫ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ব্র্যাক ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শারমিন ওবায়েদ চিনয়, ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ, ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

উচ্চ শিক্ষায় ব্র্যাক ইউনিভার্সিটির নেওয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে তিনি আরো বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশ এবং বিশ্বের জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চেয়েছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় দক্ষতার সঙ্গে সেই কাজটি করে করছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষার্থীদের হাতে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।
এবারের সমাবর্তনে ৪হাজার ৮২৯জন শিক্ষার্থী সনদ লাভ করেছেন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দুইজনকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ২৮জনকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।
উল্লেখ্য ব্র্যাক ইউনিভার্সিটি গ্লোবাল সাউথের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার লক্ষ্যে কাজ করছে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের আগামীর নেতৃত্বসম্পন্ন করে গড়ে তুলছে যাতে তারা একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে জ্ঞান প্রয়োগের দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হয়। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নৈতিকতা এবং সহমর্মিতার প্রতি দায়বদ্ধ থেকে সমাজের ইতিবাচক পরিবর্তন সাধনে কাজ করে চলেছেন।

 

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)