সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছি ভোকেশনাল ইনস্টিটিউটে ২০২৫ সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপারি টেনডেন্ট শ্রী চৈতন্য সরকারের সভাপতিত্বে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শাহজাদপুরের তালগাছি তে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও কারিগরি কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তার চেয়ারম্যান থাকাকালীন সময়ে ২০০৭ সালে অনেক কাট খরি পুড়িয়ে প্রথমে একটি ভাড়া বাসায় স্কুলটি চালু করেন এরপর স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করেন । চেয়ারম্যান আব্দুল জব্বার আরো বলেন আজকে যে স্থানটিতে ভোকেশনাল ইনস্টিটিউট দাঁড়িয়ে আছে সেখানে ছিল ইটের ভাটা তিনি রক্তচক্ষুকে উপেক্ষা করে ইটের বাটা সরিয়ে ভোকেশনাল স্কুলের জায়গার ব্যবস্থা করে দেন এমনকি জায়গার মালিক যারা তারা এখনো জায়গার টাকা গ্রহণ করেনি এত চাপ সত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আগামীতে যদি তার দল বিএনপি সরকার গঠন করে তাহলে তার নেতা প্রফেসর ডক্টর এম. এ মুহিত কে সাথে নিয়ে ভোকেশনাল ইনস্টিটিউট কে টেক্সটাইল কলেজে পরিণত করবেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিদায়ী ছাত্র-ছাত্রী সহ গাড়াদহ ইউনিয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ ।
এম. রওশন আলম
বিশেষ প্রতিনিধি
মোবাইল : ০১৭১৩৬০৮৭৪৭
তারিখ : ২৫-০২-২০২৫