কোলাহল মূখর শহর, মানুষের ভীড় মানুষের মতো দেখতে হলেও মনে বিষের তীর, চেনা অচেনার সাথেই থাকে মানুষ রূপি কুকুর। একই অঙ্গনের বান্ধব সবাই তবুও বড়াই কেবল, বুঝি না, একি মোর নিষ্পাপ নয়নের দেখার কি ভুল? দেখেছি সবুজের সমারোহে প্রজাপতির নৃত্য খালি পায়ে সবুজ মোলায়েম ঘাসের কোমল স্পর্শ, কৃষাণ – কৃষাণীর রোদে পুড়ে চেহারায় তামাটে বর্ণ ।মুখে হাসি শহরে বলে আদর যত্নে করেনিকো ত্রুটি, জীবনকে ভালোবাসেন তারা কতই না যতনে,আহা! অর্থ আর স্বার্থের দৃষ্টিকোণে আটকে যায় মায়া তাই তো গৃহ হারায় আপন রক্তের মানুষের ছায়া, একি দ্বন্দ্বের সময় লোভ লালসার অতৃপ্ত রসনা। আতংকিত চার পাশের জনমানবের কত ভৎসনা, এ কোন পৃথিবী মানবের জন্য নেই কোন নিরাপত্তা। নৈতিকতার পরিবর্তন পরিত্রাণের একমাত্র পথ চেয়ে দেখো ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী ধ্বসের রথ।