”মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা পানাহার ও অশ্লীলতা- বেহায়াপনা পরিহার করুন, আহালান সাহালান মাহে রমাদান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল পাঁচ ঘটিকার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কালীগঞ্জ আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শাহিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আউয়াল এর সভাপতিত্বে মাওলানা আবু হানিফ এর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর আরেফিন, কবির হোসেন, মোহাম্মদ আলী বাগমারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
মাহে রমজান এর স্বাগত মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কালীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রায় তিন শতাধিক মুজাহিদ ও সাধারণ মুসল্লী অংশ নেয়।
এছাড়া উপস্থিত ছিলন : মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা মাহে রমজান এর স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন।