সুজন আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ হরিনাকুন্ডুতে জমজমাট আয়োজনে শেষ হয়েছে রগুনাথপুর হোসেন আলী আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রগুনাথপুর হোসেন আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আখতারুদ্দীন সামদানির সভাপতিত্বে মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাসের যুগ্ম আহবায়ক ও গোল্ডেন এগ্রোফিড লিঃ ব্যবস্থাথাপনা পরিচালক জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন,রগুনাথপুর জামে মসজিদের পেশ ঈমাম শওকত আলি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃত্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুনরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,চকলেট দৌড়,ব্যাঙ দৌড়,শিক্ষকদের উল্টো দৌড়, যেমন খুশি তেমন সাজো।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।