Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ভলিবল লীগ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক -সাইফুল ইসলাম

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ভীলবল লীগ- ২০২৪-২০২৫ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল (২৮/০২/২০২৫) শুক্রবার বিকাল ৪ টায় খুলনা জেলা স্টেডিয়ামের আউটার মাঠে অনুষ্ঠিত হয়।

খুলনার জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবুল হোসেন হাওলাদার, উপ-পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদ, খুলনা বিভাগ। উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলাম, সদস্য ও ভলিবল লীগ পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহ আসিফ হোসেন রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওজোপাডিকো খুলনার ডিজিএম মোঃ নাজমুল হুদা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক হিরামন মন্ডল সাগর।

লীগ পরিচালনা কমিটির সম্পাদক মোঃ মঈনুল ইসলাম মঈন সহ অংশগ্রহনকারী দলের প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। ফাইনাল খেলায় বিদ্যুৎ ক্লাব ৩-০ সেটে ইয়ং উল্কা ক্লাবকে পরাজিত করে ২০২৪-২০২৫ ক্রীড়া মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।