খাগড়াছড়িতে ঠাকুর অনুকুল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের উদ্যোগে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৪তম আবির্ভাব তিথি তাল নবমী উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে।
সকাল ৯টা দিকে অনুকুল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম থেকে মাঙ্গলিক শোভাযাত্রা বের হয়ে খাগড়াছড়ি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সৎসঙ্গ আশ্রমে এসে শেষ হয়।এরপর শ্রী শ্রী ঠাকুরের লীলা কীর্তন,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদ গ্রন্থাদি পাঠ,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।এতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে পরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।