ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে এক যুগ পর প্রত্যাবর্তন করেছেন সিআর সেভেন। মঙ্গলবার রাতে ইয়ং বয়েজের বিরুদ্ধে মাঠে নেমেই পয়মন্ত টুর্নামেন্টে আরও একটি নজির গড়ে ফেললেন পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
চ্যাম্পিয়ন্স লিগের সম্রাট বলা হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে । ইকার ক্যাসিয়াসের সঙ্গে যুগ্ম ভাবে রোনাল্ডোই এখন সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন লিগের ম্যাচ খেলিয়ে ফুটবলার। লিগে ১৭৭টি ম্যাচ খেলা হয়ে গেল সিআর সেভেনের।
[caption id="attachment_1161" align="aligncenter" width="770"] Manchester United's Cristiano Ronaldo is seen during his team's English Premier League soccer match against West Bromwich Albion at Old Trafford Stadium, Manchester, England, Saturday Oct. 18, 2008. (AP Photo/Jon Super) **NO INTERNET/MOBILE USAGE WITHOUT FOOTBALL ASSOCIATION PREMIER LEAGUE(FAPL)LICENCE. EMAIL info@football-dataco.com FOR DETAILS. **[/caption]
রোনাল্ডো-ক্যাসিয়াসের পরেই আছেন জাভি হার্নান্ডেজ (১৫১), লিওনেল মেসি (১৪৯), রাউল গঞ্জালেজ (১৪২) ও রায়ান গিগস (১৪১)। লিগের সর্বোচ্চ গোলদাতার মুকুটও রোনাল্ডোর মাথাতেই আছে ১৭৭ ম্যাচে ১৩৫ গোল রয়েছে তাঁর। ১৯ মরসুম খেলে ৫টি খেতাব জেতা রোনাল্ডো ১১১ বার জয়ের স্বাদ পেয়েছেন। ৩১ বার হারের মুখ দেখেছেন তিনি। ৩৫বার ড্রয়ের সাক্ষী থেকেছেন। রোনাল্ডোর রয়েছে ৮টি হ্য়াটট্রিক। ১৯টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড দেখেছেন এখনও পর্যন্ত। জার্সি বদলালেও গোলের রাস্তা ভোলেন না রোনাল্ডো। এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতেও দুরন্ত গোল করলেন তিনি। কিন্তু রোনাল্ডোর গোলেও সোলসারের টিম জিততে পারেনি। ইয়ং বয়েজ ২-১ জিতল ম্যান ইউয়ের বিরুদ্ধে।