বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে দেখা যাবে ভারতীয় বাঙালি নকশালপন্থী ও বামপন্থী নেতা চারু মজুমদার এর চরিত্রে । চারু মজুমদার হলেন ভারতের প্রখ্যাত কম্যুনিস্ট বিপ্লবী ও মাওবাদী রাজনীতিবিদ। জন্ম রাজশাহী জেলার হাগুরিয়া গ্রামে। পৈতৃক নিবাস শিলিগুড়ি। ১৯৬৮-তে কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল, সুশীতল রায়চৌধুরী প্রমুখের সহযোগিতায় চারু মজুমদার কমিউনিস্ট কনসোলিডেশন গঠন করেন। ১৯৬৯-এর ১ মে কলকাতা ময়দানে এক জনসভায় কানু সান্যাল কর্তৃক সিপিআই (এমএল) গঠনের কথা ঘোষণা করা হয়। চারু মজুমদার এদলের সভাপতি নির্বাচিত হন। সিপিআই (এম-এল) গঠনের ফলে একজন সাধারণ কৃষক কর্মী থেকে সারা সর্বাধিক উচ্চারিত বিপ্লবী নেতারূপে পরিচিতি লাভ করেন। তার পরিচালিত আন্দোলন নকশালপন্থী আন্দোলন নামে খ্যাতি লাভ করে।
১৯৬৭ খ্রিস্টাব্দের নকশালবাড়ির সশস্ত্র কৃষক বিদ্রোহের উদ্দেশ্য ছিল প্রকৃত কৃষকদের জমির মালিকানা লাভ যা থেকে এই আন্দোলনের উৎপত্তি। ভারত সরকার কর্তৃক নকশালদের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর দমননীতি প্রয়োগ করা হয়। পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন এগারো জন সাধারণ মানুষ। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয় সশস্ত্র আন্দোলন।এই নকশাল আন্দোলন নিয়ে তৈরী হচ্ছে ওয়েব সিরিজ। পরিচালনা করছেন ভারতের সায়ন্তন মুখোপাধ্যায়।
হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষায় তৈরি হবে এই ওয়েব সিরিজ। যা তিনটি সিজনে প্রকাশ পাবে।
১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনি দেখানো হবে। সিরিজটির প্রথম সিজনের চিত্রনাট্যে রয়েছে নকশাল আন্দোলনের কাহিনি ও রাজনৈতিক নেতা চারু মজুমদারের জীবন।
এছাড়াও প্রথম সিজনের অন্যতম মূখ্য চরিত্র সিদ্ধার্থ শঙ্কর রায়। যেই চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে পরেশ রাওয়াল কিংবা বোমান ইরানিকে। আপাতত চলছে এর চিত্রনাট্য লেখার কাজ। শুটিং শুরু হবে আগামী বছর। একটি আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।