জেনেভা, মঙ্গলবার – কুয়েত সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও সংলাপ জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে। এটি মানবাধিকারের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার মাধ্যমে সম্ভব বলে উল্লেখ করেছে দেশটি।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৮তম অধিবেশনের অধীনে সন্ত্রাসবাদ মোকাবিলার প্রেক্ষাপটে মানবাধিকার সুরক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সাথে অনুষ্ঠিত ইন্টারেক্টিভ সংলাপে এই মন্তব্য করেন জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় কুয়েতের স্থায়ী মিশনের প্রতিনিধি, কূটনৈতিক সংযুক্তি আব্দুর রহমান আল-হাশেম।
তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সেই সঙ্গে, যেকোনো মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতার বিষয়টি নিশ্চিত করা উচিত। তিনি সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমগুলোর প্রভাব মূল্যায়নের গুরুত্বও তুলে ধরেন।
কুয়েতের এই আহ্বান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টাকে আরও কার্যকর ও ন্যায়সঙ্গত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।
সূত্র কুয়েত নিউজ (কুনা)