Crime News tv 24
ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোদাগাড়ীতে বিকল্প জীবিকার জন্য ১৫ জেলে পেলেন বকনা বাছুর

জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি
মার্চ ১২, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোদাগাড়ী  উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ই মার্চ) দুপুর ১২টায় গোদাগাড়ী  উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে ১৫ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের একটি করে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল।

উপজেলা মৎস্য অফিসার অহেদুজ্জান এর সার্বিক তত্ত্বাবধানে হতদরিদ্র জেলেদের মাঝে বকনা গরু বিতরণ কালে উপস্থিত ছিলেন,  জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ শায়লা শাারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা,অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিতা পারভিন গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

উপজেলা  মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান  বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ৯টি ইউনিয়নে যাচাই বাছাই সম্পন্ন করে এসব  জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।                    এর ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।