নীলফামারী ডিমলায় ১২ বছর বয়সি এক বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার বিকাল সাড় ৩ টার দিকে নাউতারা নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতা শিশুটিকে ডিমলা হাসপাতাল ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষণকারী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে।
মাগুরায় শিশু ধর্ষণের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেলে ডিমলা উপজেলা নাউতারা নিজ পাড়া গ্রামের মৃত মোজসম্মেল হকের ছেলে রফিকুল ইসলাম (৫০) প্রতিবেশী মোজাম্মেল হকের বাক প্রতিবন্ধী ১২ বছরের শিশু কন্যা মনি (ছদ্দ নাম)কে বাড়িতে একাকী পাইয়া ধর্ষণ করে। ঘটনার পর ওই শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সহকারী পুলিশ সুপার মোঃ নিয়াজ মোরশেদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।