মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে খোকসা তরুণ ক্লাব ও লাইব্রেরির নতুন কমিটি গঠন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আসরের নামাজের পর খোকসা তরুণ ক্লাব ও লাইব্রেরির নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে মেহেরপুর জর্জ কোর্টের অ্যাডভোকেট নিয়ামুল খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খোকসা কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানের সভাপতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত সবার সম্মতিক্রমে ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। দীর্ঘ এক যুগ পর গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তোসিক খাঁন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান, পারভেজ, হেলাল, মজিরুল ও আরিফুল।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আপেল খাঁন, সহ-সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন আব্দুস সালাম ও আশরাফুল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুন্না, সাহেব ও তানিম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সেলিম রেজা, আর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন তরিকুল, রনি শেখ ও শাফিউল।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জালাল খাঁন, প্রচার সম্পাদক নাজমুল, সাজিদ ও সেলিম। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইমন ও রানা। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোবারক, তাহসিরুল ও লিখন। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রশিদুল ও জান্নাতুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের, খোকসা বাইতুন নূর জামে মসজিদের সাবেক সভাপতি মোতালেব, খোকসা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক সামসুজ্জোহা (ছামিদুল), বিএনপির নেতা শফিকুল ইসলাম, মমিতুল, জমির উদ্দিন, সাবদুল ও হাসিম।
ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথিরা নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং ক্লাব ও লাইব্রেরির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।