পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল, অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এদিন ২৪১টি টিকা কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮৯০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ দিন বাদ পড়া শিশুরা পরবর্তী যে কোন দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল সংগ্রহ করতে পারবে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা এর আওতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এ অবহিতকরণ সভার আয়োজন করে। সভায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো সম্পর্কিত উল্লেখিত তথ্য তুলে ধরা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহীম গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসআই নূর আলম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, হসপিটাল জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ আবু সাদেক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মফিজুল ইসলাম, হালিমা পারভীন, নিউটন মন্ডল, আবু জাফর, কল্পনা মালা ঢালী, আজিজুর রহমান রাজু, মনিরুজ্জামান, সাহানারা পারভীন, মোঃ সরোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম ও প্রোগ্রাম অফিসার ইউনুস আলী।