আফগানিস্তানের নর্দার্ন অ্যালায়েন্সের অন্যতম নেতা আহমেদ মাসুদ দেশটির মসনদ থেকে তালেবানকে সরাতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন । তালেবান-বিরোধী জোটে ওয়াশিংটনকে পাশে পেতে রবার্ট স্ট্রিক নামের একজন লবিস্টের সঙ্গে চুক্তি করেছেন তিনি।
নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরের জোটের হাতে অত্যাধুনিক মার্কিন অস্ত্রভাণ্ডার তুলে দিতে বাইডেন প্রশাসনকে ‘প্রভাবিত’ করাই হবে ওই লবিস্টের কাজ।
ওয়াশিংটনে মাসুদের পক্ষে সওয়াল করবে স্ট্রিক। অতীতে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা থেকে শুরু করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর লবিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। তার সঙ্গে মাসুদের চুক্তির কথা স্বীকার করেছেন নর্দার্ন অ্যালায়েন্সের মুখপাত্র আলি নাজারি।
তিনি জানিয়েছেন, শুধু অস্ত্র সাহায্য নিয়ে আলোচনাই নয়, তালেবান সরকারকে জো বাইডেন প্রশাসন যাতে কোনও পরিস্থিতিতেই স্বীকৃতি না দেয়, তা নিয়েও ওয়াশিংটনের সঙ্গে কথা বলবেন স্ট্রিক। সূত্র: আনন্দবাজার।