বরিশাল গৌরনদী থানাধীন নন্দন পট্টি গ্রামে ইভটিজিং এর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ বুধবার বেলা ১ টায় এ হামলার ঘটনা ঘটে। এতে কাবিল হাওলাদার (৪২) রুবেল হাওলাদার (২৬) ও হাবিল হাওলাদার (৩৫) নামে তিনজন গুরুতর আহত হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আশুকাঠি থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে। সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসা জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত হাবিল, কাবিলের ভাতিজি রুবেলের বোন (পদ্মনাম) পারভিন কে দেখে স্থানীয় জব্বার হাওলাদারের বখাটে ছেলে তানভীর হাওলাদার কূ-রুচি পূর্ণভাবে ইভটিজিং শুরু করে।
এ সময় (ছদ্নাদম) পারভীনের মা এর প্রতিবাদ করলে তানভীর,রায়হান, তুহিন তার মেয়েকে তুলে নিয়ে যাবে বল হুমকি ধামকি শুরু করে।এ সময় চাচা হাবিল, কাবিল ও বড় ভাই রুবেল এসে জিজ্ঞাসা করলে পূর্বপরিকল্পিতভাবে ধাড়ালো অস্ত্র দিয়ে হাবিল, কাবিল ও রুবেলএলোপাতারী কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ তানভীর রায়হান ও তুহিন সহ অজ্ঞাত ৮-১০ জন ।
পরে স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহতরা শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে চলছে।