Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে চুরি হওয়া আড়াই মাসের শিশু উদ্ধার করে প্রশংসায় ভাসছে র‌্যাব – ১৩

দিনাজপুর প্রতিনিধি মো. মোরসালিন ইসলাম
মার্চ ১৩, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও সদর হাসপাতালে চাঞ্চল্যকর চুরি হওয়া আড়াই মাসের শিশু গাজীপুর মহানগরী থেকে উদ্ধার এবং সিন্ডিকেটের মূলহোতা নারীসহ ০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এবং র‌্যাব-১৩

“বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান বুকে লালন করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে করেছে।

গত ১০/০৩/২০২৫ তারিখ সাড়ে ৭.টার সময় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আড়াই মাস বয়সের একটি শিশু বাচ্চা হারিয়ে যায়।

তাঁর পরিবারে সদস্য বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন । পরবর্তীতে শিশুর পিতা সিপিসি-১, দিনাজপুর কোম্পানী কমান্ডার এর নিকট একটি অভিযোগ দেন এবং তার সন্তানকে উদ্ধারের জন্য জানান। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, দিনাজপুর ছায়া তদন্ত শুরু করে এবং হারিয়ে যাওয়া শিশু সন্তানকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রাখে। ০৯/০৩/২৫ তারিখ বেলা ২ টার সময় শিশু ভিকটিম “সায়ান আহামেদ” (২ মাস ১৭)দিন নিউমনিয়া জনিত অসুস্থতার কারণে শিশু পিতা বাদী মোঃ শিমুল ইসলাম (২৪), পিতা-মৃত সোলেমান আলী, মাতা-মৃত জমিলা বেগম, সাং-মুজাবল্লী, ডাকঘর-খলিসাকুড়ী, থানা-ভুল্লী, জেলা-ঠাকুরগাঁও সহ তার স্ত্রী মোছাঃ হাসি আক্তার (২০), শিশু ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। বাদীর স্ত্রীর সেবা যত্ন ও সহযোগীতা করার জন্য বাদীর শ্বাশুড়ী পারভীন বেগমও ছিলেন।পূর্ব হতে চুরির উদ্দেশ্যে অবস্থান করা মহিলা ভিকটিমের পরিবারের পাশে থেকে তাদের যত্ন নেয় এবং বিভিন্নভাবে সহযোগীতা করে। ১০/০৩ /২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৬. টার সময় ভিকটিমের মাতার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে শিশু বাচ্চাটিকে অপরিচিত উক্ত মহিলাকে দিয়ে ওয়াশরুমে যান।

ভিকটিমের মাতা ওয়াশরুম শেষ করে শিশু ওয়ার্ডে এসে তার শিশু বাচ্চাটি সহ অপরিচিত মহিলাটিকে খুঁজে পান না। সংবাদটি মোবাইল ফোনের মাধ্যমে বাদীকে জানালে তিনি তাৎক্ষনিক ঠাকুরগাঁও থানা পুলিশকে জানায়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালের সিসি ক্যামেরা ও হাসপাতালের সামনে ফার্মেসীর দোকানের সিসি ক্যামেরা যাচাই বাচাই করে অপরিচিত মহিলাকে সনাক্ত করে। বাদী ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করেন, যার সাধারণ ডায়েরী নং- ৭০৭, তারিখ- ১০/০৩/২৫ পরবর্তীতে ভিকটিমের পিতা ঠাকুরগাঁও জেলার সদর থানার মামলা দায়ের করেন মামলা নং-১১, তারিখঃ ১২/০৩/ ২৫, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৭/৩০ দায়ের করেন। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।ঘটনার প্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ভিকটিম উদ্ধার সহ আসামীদেরকে গ্রেফতার উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। ১২ মার্চ ১.ট ৪৫ মিনিটে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর যৌথ আভিযানিক দল র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং এর তথ্যের ভিত্তিতে সূত্রোক্ত মামলায় তদন্তেপ্রাপ্ত আসামীদের অবস্থান নির্ণয় করতঃ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মুলাইদ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে জেলা- গাইবান্ধা, বড়বাড়ী, থানা- গোবিন্দগঞ্জ নুলতলা গ্রামের -মোঃ রাজু কবিরাজ,স্ত্রী সোনালী আক্তার শিরিন, মোঃ সানোয়ারের ছেলে মোঃ রাজু কবিরাজ(২২),নেত্রকোনা জেলার থানা-কমলাকান্দা চকপাড়া গ্রামের মোঃ আক্কাছ আলী ছেলে মো. লিটন মিয়া (৩৫), তার স্ত্রী মোছাঃ লাভলী তাদেরকে গ্রেফতার করে হেফাজত হতে ভিকটিম সায়ান আহামেদকে সহ ৪ টি মোবাইল ফোন, নগদ (এক হাজার পঞ্চাশ) টাকা উদ্ধার করতে সক্ষম হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে ঠাকুরগাঁও জেলার সদর থানায় হস্তান্তর করেন।