দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার ইজারার দরপত্রের মাধ্যমে ৫ কোটি ২৮ লক্ষ ৭৯ হাজার ৯ শত ১৫ টাকায় পেলেন কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ড বজ্রপুর এলাকার খলিলুর রহমানের ছেলে আব্দুল জলিল।
বুধবার বিকেলে ইজারাদার আবদুল জলিল এর হাতে প্রাথমিক চিঠি তুলেদেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। চিঠিতে উল্লেখ করা হয় আগামী ৭ কার্যদিবসের মধ্যে ইজারার বাকী টাকা জমা প্রদান করতে হবে।
এ বিষয়ে ইজারাদার আবদুল জলিল জানান, তিনি একজন ব্যবসায়ী, পাশাপাশি তিনি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিন বলেন নিমসার বাজারের কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেই ইজারার টাকা নেয়া হবে। কোন ব্যবসায়ী যেন হয়রানী না হয় তিনি এ বিষয়ে লক্ষ রাখবেন।