Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় করলেন পাওয়ার চায়না

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে তিস্তা নদী বেষ্টিত উত্তরের জেলা নীলফামারীর অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে পানি উন্নয়ন বোর্ড ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পাওয়ার চায়না।

বুধবার (১২ মার্চ) নীলফামারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিস্তাপাড়ের মানুষ, তিস্তা নদীরক্ষা আন্দোলনকারী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অংশীজনদের অংশ গ্রহণে ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পাওয়ার চায়না কোম্পানির সিনিয়র এক্সপার্ট মকবুল হোসেন। এ সময় পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন ও লিও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাওয়ার চায়নার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়,“নীলফামারীসহ উত্তরের পাঁচটি জেলার তিস্তা নদীর ১১০ কিলোমিটার এলাকায় এক হাজার ৩৩০ লক্ষ ঘনমিটার ড্রেজিং কার্যক্রম চালানো হবে। এই প্রকল্পের আওতায় নদীর তীর প্রতিরক্ষা কাজ, নদীর দুইধারে বাঁধ নির্মাণ ও মেরামত, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও মেরামত, নদীর দুইধারে সড়ক নির্মাণ, ১৭০ দশমিক ৮৭ বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন এবং পরিবেশগত ও সামাজিক সুরক্ষা কাজ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে, গ্রোয়েন নির্মাণ ও তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে। খননকৃত মাটি ব্যবহার করে নদীর তীরবর্তী জমি পুনরুদ্ধার করে সেখানে অর্থনৈতিক অঞ্চল, স্যাটেলাইট টাউন নির্মাণ এবং সেচ ও কৃষি ব্যবস্থার উন্নয়নের সুযোগ তৈরি করা যাবে।

এছাড়াও, শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহারের জন্য বর্ষাকালে শাখা নদীসহ ব্যারেজের উজানে তিস্তা নদীতে প্রয়োজনীয় পানি সংরক্ষণ করা যাবে এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।”
মতবিনিময় সভায় বক্তৃতা দেন পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, তত্ত্ববধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নদী গবেষক তুহিন ওয়াদুদ, নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা আদালতের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতের আমীর আব্দুস সাত্তার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক  আবু সাঈদ লিওন প্রমুখ। এসময় তারা অতিদ্রুত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) আবদুস সামাদ শিকদারের সঞ্চালনায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রব্বানী প্রধান, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।