পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এক সাহসী অভিযান চালিয়ে বুধবার (১২ মার্চ) বেলুচিস্তান প্রদেশে অপহৃত ট্রেন যাত্রীদের মুক্ত করেছে। স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহীরা মঙ্গলবার একটি যাত্রীবাহী ট্রেন আক্রমণ করে ও যাত্রীদের জিম্মি করে।
নিরাপত্তা বাহিনীর ২৪ ঘণ্টার টানা অভিযানে এখন পর্যন্ত ১৫৫ জন যাত্রীকে মুক্ত করা হয়েছে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে অন্তত ২৭ জন বিদ্রোহী নিহত হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৪৫০ জন যাত্রী ছিল। হামলাকারীরা মঙ্গলবার রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনটিকে থামিয়ে ফেলে। বেলুচিস্তান প্রদেশ সম্প্রতি বিচ্ছিন্নতাবাদী হামলার ক্ষেত্রে অন্যতম স্পর্শকাতর এলাকা হয়ে উঠেছে।
এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, এবং নিরাপত্তা বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।