মহেশখালী উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী ও স্থানীয় ভোটারদের সাথে নিয়ে ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা বিভক্তি মানি না স্লোগানে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি উপজেলা চত্বরে পালিত হয় ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১.০০ টায় মহেশখালী উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ও নির্বাচন কর্মকর্তা বিমেলেন্দু কিশোর পাল'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, মাতারবাড়ি, হোয়ানক, কুতুবজুম ইউনিয়নের ভোটারগণ । বক্তারা বলেন, আমাদের ভোটার লিস্ট ও এনআইডি'র নিরাপত্তা দেওয়া সরকারের গুরুদায়িত্ব । আমাদের তথ্য সুরক্ষা রাখার নিশ্চয়তায় নির্বাচন কমিশনের । এনআইডির জন্য আলাদা কমিশন করলে ভোটারদের হয়রানি চরম পর্যায়ে পৌঁছবে, রাষ্ট্রের হাজার কোটি টাকা অপচয় হবে । STAND FOR NID. SAVE NID, PROTECT VOTER LIST, ENSURE DEMOCRACY ।