Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভোলা তজুমদ্দিনে সরকারী খালে মাছ ধরা কে কেন্দ্র করে পাঁচ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদকঃ
মার্চ ১৩, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ভোলা তজুমদ্দিনের চর জহির উদ্দিন এলাকার তেলিয়ার চরের খালে মাছ ধরা কে কেন্দ্র করে ৫ জন কে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার বেলা ১২ টায় তেলিয়ার চরের খালপাড়ে বসে হামলার ঘটনা ঘটে।এতে চর জহির উদ্দিন এলাকার জাকির হোসেনের ছেলের শামীম (২২) আব্দুল কাদের (৬৫) আব্দুর লতিফ (৪০) সালাউদ্দিন (৪৫) ও বাবুল (৩৮) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর আহত শামীমের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরতা চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত সূত্রে  জানা যায়, বুধবার বেলা বারোটার দিকে তেলিয়ার চরে সরকারী খালি মাছ ধরতে যায় স্থানীয়রা।

আর ওই সরকারি খালে মাছ ধরা কে কেন্দ্র করে প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা দুলালের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল স্থানীয়দের উপর হামলা চালায়।এ সময় দুলাল, ইউনুস সরদার, রাজীব, রহিম, ইউনুস, বশির সহ অজ্ঞাত ১৫-২০ জন ধারালো দা ও রামদা নিয়ে স্থানীয়দের উপর হামলা চালায়।এ সময় প্রতিপক্ষের হামলায় শামীম, আব্দুল কাদের, আব্দুল লতিফ, সালাউদ্দিন, ও বাবুর গুরুতর জখম হয়।

বর্তমানে গুরুত্বর আহত শামীম শেবাচিমের অর্থোপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবার পক্ষ থেকে মামলা দায়েরের  প্রস্তুতি চলছে।